Bengali class 9 2nd unit test 2021
Bengali 2nd unit test 2021
QUESTION 1 OF 20
বিভিন্ন পদের মধ্যে সাধু ভাষায় একটি পদের রূপ
পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট হয়,যেটা
চলিত ভাষার ক্ষেত্রে স্থান বিশেষে একাধিক রূপ পায় ,সেটি
কোন পদ ?
a.
অব্যয়
পদ |
b.
বিশেষ্য
পদ |
c.
ক্রিয়া
পদ |
d.
সর্বনাম
পদ |
QUESTION 2 OF 20
এক কথায় প্রকাশ করো:-
অন্য ভাষায় রূপান্তরিত।
a.
অনূদিত |
b.
ভাষান্তরিত |
c.
অনুবাদ |
d.
অধীত |
QUESTION 3 OF 20
পরোক্ষ উক্তিতে কোন পদগুলি অর্থানুযায়ী পরিবর্তিত হয়?
a.
সর্বনাম
ও ক্রিয়াপদ |
b.
ক্রিয়াপদ
ও বিশেষ্য |
c.
পুরুষ
ও ক্রিয়াপদ |
d.
সর্বনাম
ও বিশেষ্য |
QUESTION 4 OF 20
গ্রামবাসীরা _______
করে যাত্রা দেখতে চলল।
(উপযুক্ত
ধ্বন্যাত্মক শব্দ বসাও)
a.
পিল
পিল |
b.
ফ্যা
ফ্যা |
c.
টো
টো |
d.
পটাপট |
QUESTION 5 OF 20
পুতুল পুতুল করে বাচ্চাটা কাঁদছে।
পুতুল পুতুল শব্দটি
কী জাতীয় শব্দ?
a.
ধ্বন্যাত্মক
শব্দ |
b.
শব্দদ্বৈত |
c.
যুগ্মশব্দ |
d.
কোনটাই
নয় |
QUESTION 6 OF 20
বক্তার কথাগুলি সম্পূর্ণরূপে প্রকাশকের দ্বারা বললে
যে উক্তি হয় তা হল:-
a.
পরোক্ষ
উক্তি |
b.
প্রত্যক্ষ
উক্তি |
c.
পরোক্ষ
ও প্রত্যক্ষ উক্তি |
d.
কোনটাই
নয় |
QUESTION 7 OF 20
'ফল
পাওয়া' অর্থে
সঠিক বাগধারাটি নির্ণয় করো।
a.
ওৎ
পাতা |
b.
ওষুধ
করা |
|
c.
এক
হাত নেওয়া |
d.
ওষুধ
ধরা |
|
QUESTION 8 OF 20
জটিল বাক্যের অন্তর্গত অপ্রধান খন্ডবাক্যকে নিরপেক্ষ
খন্ডবাক্যে পরিনত করলে কোন বাক্য পাওয়া যায়?
a.
সরল
বাক্য |
b.
জটিল
বাক্য |
c.
যৌগিক
বাক্য |
d.
সরল
ও যৌগিক বাক্য |
QUESTION 9 OF 20
গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নি:শব্দেই বসিয়া
রহিল।
উল্লিখিত বাক্যটিকে সঠিকভাবে চলিত ভাষায় চিহ্নিত
করো:-
a.
গফুর
হাত বাড়িয়ে গ্রহণ করে তেমনি নি:শব্দেই বসে রইল। |
b.
গফুর
হাত বাড়াইয়া গ্রহণ করে তেমনি নি:শব্দে বসিয়া রহিল। |
c.
গফুর
হাত বাড়াল,গ্রহন করল,আর নি:শব্দে বসিয়া রহিয়া ছিল। |
d.
গফুর
হাত বাড়িয়ে গ্রহণ করে তেমনি নি:শব্দে বসিয়া রহিল। |
QUESTION 10 OF 20
রোদ ও ক্ষরণ এই শব্দদুটি কোন কোন সমোচ্চারিত ভিন্নার্থ্ক শব্দের অর্থ ?
a.
ক্ষরা,খরা |
b.
ক্ষরা,ক্ষরণ |
c.
খরা,ক্ষরা |
d.
কোনটাই
নয় |
QUESTION 11 OF 20
বাক্য পরিবর্তন বা বাক্যান্তরিতকরন এর অর্থ হল:-
a.
যে
কোন অর্থে বাক্যের রুপান্তর |
b.
অর্থ
অটুট রেখে বাক্যের রূপান্তর |
c.
বাক্যে
ব্যবহৃত সমস্ত উপাদানের পরিবর্তন |
d.
কোনটাই
নয় |
QUESTION 12 OF 20
একমাত্র রোজগেরে হরিহর বাবুর আকস্মিক মৃত্যুতে গোটা
পরিবারটা _____ ভাসল।
(সঠিক বাগধারাটি চিহ্নিত করো)
a.
অন্ধ
বিশ্বাসে |
b.
উপর
চালে |
c.
অকূল
পাথারে |
d.
কোনটাই
নয় |
মানিকলাল বলল,"
আমি মরতে ভয় পাইনা ।"- এটির সঠিক উক্তি
পরিবর্তনটি চিহ্নিত করো।
a.
মানিকলাল
বলল যে আমি মরতে ভয় পাই না। |
b.
মানিকলাল
বলল যে,সে মরতে ভয় পায় না। |
c.
মানিকলাল
বলিল যে,আমি সাহসী। |
d.
মানিকলাল
বলল যে,সাহসী। |
QUESTION 14 OF 20
'কৃতি' ও 'কৃতী' এই দুটি সমোচ্চারিত ভিন্নার্থ্ক শব্দের অর্থ হল:-
a.
যশস্বী,কার্য |
b.
যশ,কাজ |
c.
কার্য
,যশস্বী |
d.
বাঘের
চামড়া,খ্যাতি |
QUESTION 15 OF 20
অতিরিক্ত খেয়ে সে এখন _____ করছে।
(সঠিক
ধ্বন্যাত্মক শব্দটি চিহ্নিত
করো।)
a.
দরদর |
b.
ধড়ফড় |
c.
ঝুম
ঝুম |
d.
হাঁসফাঁস |
QUESTION 16 OF 20
'আদা
জল খেয়ে লাগা'এই
বাগধারাটির অর্থ হল:-
a.
অতিশয়
আহ্লাদিত হওয়া |
b.
দৃঢ়
সংকল্প নিয়ে কাজ করা |
c.
অবাক
হওয়া |
d.
অলীক
সুখ কল্পনা করা |
QUESTION 17 OF 20
নিমাইবাবু তাহাকে রাতে রুটি খায় কিনা জিজ্ঞাসা
করিলেন।
এই বাক্যটিকে প্রত্যক্ষ উক্তিতে পরিবর্তন করলে হয় :-
a.
নিমাইবাবু
কহিলেন , " তুমি রাতে রুটি খাও?" |
b.
নিমাইবাবু
বললেন , " তিনি রাতে রুটি খায় কিনা ।" |
c.
নিমাইবাবু
কহিলেন , " রাতে রুটি খাও কিনা?" |
d.
কোনটাই
নয় |
QUESTION 18 OF 20
এক কথায় প্রকাশ করো:-
অবাঞ্ছনীয় প্রবেশ।
a.
অপ্রবেশ |
b.
অনুপ্রবেশ |
c.
অবগাহন |
d.
কোনটাই
নয় |
QUESTION 19 OF 20
যেদিকে চোখ যায়,সেই
দিকেই শুধু বালি।
উপরোক্ত বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে হয়:-
a.
চারিদিকেই
শুধু বালি। |
b.
চারিদিকেই
চোখ যায় আর বালি দেখি। |
c.
যেদিকে
তাকাই সেই দিকেই বালি। |
d.
কোনটাই
নয় |
QUESTION 20 OF 20
'উভয়
সংকট' বাগধারাটির
অর্থ হল:-
a.
দু-দিকেই
বিপদ |
b.
খুব
সুসময় |
c.
অস্বস্তিতে
পড়া |
d.
অনুরোধে
কষ্ট সহ্য করা |
Comments
Post a Comment