Bengali question paper of 3rd unit test class 9
HOLY CHILD SCHOOL
3RD UNIT TEST QUESTION PAPER
BENGALI
Question 1 of 20 1 Mark
'আমি কি দেখতে পাচ্ছি যে বলব ?'-
উল্লিখিত বাক্যটি কী বাক্য চিহ্নিত করো।
a. সরল বাক্ য |
b যৌগিক বাক্য |
c. জটিল বাক্য |
d. কোনটাই নয় |
Question 2 of 20 1 Mark
' আমি লিখিতে থাকিব।'- বাক্যের ক্রিয়াপদটি কোন কালকে নির্দেশ করছে?
a. অতীত কাল |
b. বর্তমান কাল |
c. ভবিষ্যৎ কাল |
d. পুরাঘটিত অতীত |
Question 3 of 20 1 Mark
_______ ভাব প্রকাশের এক বিশিষ্ট মাধ্যম।
a. শব্দদ্বৈত |
b. বিশেষ্য |
c. সর্বনাম |
d. পুরুষ |
Question 4 of 20 1 Mark
এমন _______ স্বভাবের জন্যই তার কোন জিনিস সহজে পছন্দ হয় না ।
উপযুক্ত ধ্বন্যাত্মক শব্দটি বসাও ।
a. মিটমিটে |
b. খুঁতখুঁতে |
c. ক্যাঁটক্যাঁটে |
d. পটপটে |
Question 5 of 20 1 Mark
এক কথায় প্রকাশ করো:- শ্বেত বর্ণের পদ্ম।
a. ইন্দীবর |
b. পুণ্ডরীক |
c. শতদল |
d. কোকনদ |
Question 6 of 20 1 Mark
নিম্নোক্ত বাক্যগুলি থেকে সরল বাক্যটি নির্ণয় করো:-
a. রাজ্য না থাকলেও রাজা বলেই মানে। |
b. রাজ্য নেই তবুও রাজা বলেই মানে। |
c. রাজ্য বা রাজা নাহলেও রাজা বলেই মানে। |
d. যদিও রাজ্য নেই তাও রাজা বলেই মানে। |
Question 7 of 20 1 Mark
'ব্যাপারটি এখন আর আমার হাতে নেই।'- এখানে 'হাত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
a. পটু |
b. বিশেষ অনুরোধ |
c. শুরু করা |
d. অধিকারে |
Question 8 of 20 1 Mark
বিচার বিবেচনা না করে _______ গা ভাসালে সমাজের উন্নতি হবে কী করে ?
সঠিক বাগধারাটি শূন্যস্থানে প্রযুক্ত করো।
a. গড্ডালিকা প্রবাহে |
b. কূপমন্ডুকে |
c. গোল্লায় যাওয়াতে |
d. কাঁচা পয়সাতে |
Question 9 of 20 1 Mark
অনেক বাধাবিঘ্ন অতিক্রম করে তারা অবশেষে গন্তব্যস্থানে পৌঁছাল।- বাক্যটি থেকে সঠিক শব্দদ্বৈতটি চিহ্নিত করো:-
a. অতিক্রম |
b. গন্তব্যস্থল |
c. বাধাবিঘ্ন |
d. অবশেষে |
Question 10 of 20 1 Mark
নিম্নোক্ত বাক্যগুলির মধ্যে ' সর্বনাশ করা' অর্থে 'মাথা' শব্দটি কোন বাক্যে ব্যবহার হয়েছে ?
a. উচিৎ কথায় তার মাথা হেঁট হয়ে গেল। |
b. আদর দিয়ে দিয়েই তো ছেলেটির মাথা খেয়েছ। |
c. মাথা খাও,আজ আর বাইরে বেড়িও না। |
d. ছেলেটির অঙ্কে মাথা নেই। |
Question 11 of 20 1 Mark
নিম্নের বিশেষ্য পদটির বিশেষণ রূপটি লেখো:- 'পিতৃ'
a. পিতৃক |
b. পৈতৃক |
c. পিত্রালয় |
d. পিতৃহীন |
Question 12 of 20 1 Mark
সঠিক উক্তি পরিবর্তনটি চিহ্নিত করো:-
শিক্ষকমশাই ছাত্রদের বললেন," মন্দ ছেলেদের সহিত মিশিও না।"
a. শিক্ষকমশাই ছাত্রদের মন্দ ছেলেদের সাথে মিশতে বারন করলেন। |
b. শিক্ষকমশাই ছাত্রদের বললেন তোমরা কেউ বাজে ছেলেদের সাথে মিশবে ? |
c. শিক্ষকমশাই ছাত্রদের বললেন তোমরা কেউ বাজে ছেলেদের সাথে মিশবে ? |
d. কোনটাই নয় |
Question 13 of 20 1 Mark
এক কথায় প্রকাশ করো :- ঋজুর ভাব
a. আর্তব |
b. আর্জব |
c. আর্ষ |
d. আহব |
Question 14 of 20 1 Mark
_______ না হলে কি সে এত গালমন্দ শোনার পরও এমন নির্বিকার থাকতে পারে!!
উপযুক্ত বাগধারাটি চিহ্নিত করো:-
a. হরিণের চামড়া |
b. গন্ডারের চামড়া |
c. হাতির চামড়া |
d. কোনটাই নয় |
Question 15 of 20 1 Mark
তরঙ্গ ও তুরঙ্গ এই দুটি সমোচ্চারিত শব্দের সঠিক অর্থ গুলি চিহ্নিত করো:-
a. অশ্ব,ঢেউ |
b. ঢেউ,স্রোত |
c. ঢেউ, অশ্ব |
d. অশ্ব, বিদ্যুৎ |
Question 16 of 20 1 Mark
বাক্য পরিবর্তনের সময় বাক্যের অর্থ _______।
a. পরিবর্তিত হয় |
b. অপরিবর্তিত থাকে |
c. কোন অর্থই প্রকাশ পায় না |
d. কোনটাই নয় |
Question 17 of 20 1 Mark
সঠিক বানানটি চিহ্নিত করো:-
a. বাল্মিকি |
b. বাল্মীকী |
c. বাল্মিকী |
d. বাল্মীকি |
Question 18 of 20 1 Mark
আমি ________ প্রদীপের আলোয় দেখতে পাই না। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূর্ণ করো:-
a. আমতা আমতা |
b. বছর বছর |
c. নিবু নিবু |
d. কাছে কাছে |
Question 19 of 20 1 Mark
' আবাহন' শব্দটির বিপরীত শব্দ কী ?
a. সম্বোধন |
b. আহুত |
c. বিসর্জন |
d. তিরোধান |
Question 20 of 20 1 Mark
নাতিটি বৃদ্ধা ঠাকুমার _______________ , তাকে ছাড়া বৃদ্ধার এক মিনিট ও চলে না।
উপযুক্ত বাগধারা শূন্যস্থানে বসাও:-
a. অন্ধের যষ্ঠী |
b. অমাবস্যার চাঁদ |
c. ডুমুরের ফুল |
d. কোনটাই নয় |
Comments
Post a Comment